দেবী থেমিস (Θεμις) ও গ্রিকদের অবদান (সংক্ষিপ্ত)

গ্রিক দেব-দেবতারা সাধারণত আমাদের বর্তমান সমাজ, নিতী, বিজ্ঞান, ইতিহাস সবকিছুর কর্ণধার। থেমিস ছিলো অরানস (OURANOS) এবং গাইয়া (GAIA) 'র কন্যা।(Hesiod Theogony 132, Orphic Hymn 79, Euripides Eumenides 1, Apollodorus 1.13, Diodorus Siculus 5.66.1)
থেমিস ছিলো জিউস এর স্ত্রী। সে ছিলো আইন-শৃঙ্খলার দেবী। তৎকালীন আইনে সেই প্রথম মানবজাতির পক্ষে মানবতাকে সামগ্রিক আইন এবং ন্যায় হিসেবে উপস্থাপন করে। যেমন, ভক্তি এবং সম্মান, অতিথেয়তা, সুশাসন, আচরণের সমাবেশ ইত্যাদি। এখন আমরা তাঁর যে ভাষ্কর্য দেখি, তা সাধারণত এরকম:
চোখ কালো কাপড় দিয়ে বাধা, এক হাতে দাড়িপাল্লা- অপর হাতে তরোয়াল এবং পায়ের নিচে একটি বই, 'MENS LEGIS'
তার হাতে কালো কাপড় বোঝায় বিচারকালে সে অন্ধ (তার পরিবার-আত্মীয়ের প্রতি), হাতের দাড়িপাল্লার দুটি পাল্লা হলো তার নিকট সবাই সমান, এবং অন্য হাতের তরোয়াল হলো অপরাধীর জন্য কঠোর শাস্তির প্রতীক। অনেকটা আমাদের চিরচেনা আইন এর কথাগুলোর কথাই মনে পরে যাচ্ছে, তাই না? অর্থাৎ, আইনের চোখে সবাই সমান, কোনো অপরাধী আইনের শিকল থেকে মুক্তি পাবে না, কারণ আইনের হাত অনেক লম্বা। হ্যাঁ, আইন সম্পর্কিত এই সকল বিষয়গুলোই আমরা পেয়েছি গ্রিক দেবী থেমিস এর কাছ থেকে। তিনিই ছিলেন আইন(The Goddess of divine law and order)। আমাদের সুপ্রিম কোর্টের সামনে যে ভাষ্কর্যটি সুউচ্চ সম্মানে দাঁড়িয়ে আছে, সেটি এই দেবী থেমিস এর ভাষ্কর্য। আদিম গ্রিক বস্ত্র আমাদের ভারতীয় সংষ্কৃতির.(ভূলে যাবেন না, বাংলাদেশ ভারতবর্ষের একটি অঙ্গ) সঙ্গে মানায় না, তাই দেবীকে পরিয়ে দেয়া হয়েছে শাড়ি, দেওয়া হয়েছে বাঙ্গালীপনার ছোয়া।

একটি লাঠি, যার মাথায় রয়েছে দুটি পাখা এবং লাঠিটিকে পেঁচিয়ে ধরে আছে দুটি সাপ। আপনারা অনেক চিকিৎসালয় অথবা চিকিৎসা বিজ্ঞানের অনেক যায়গাতেই এই লাঠির প্রতিকটি দেখে থাকবেন। আপনারা কেউ বলতে পারবেন এই লাঠিটি কার?
এই লাঠিটি গ্রিক দেবতা এক্সলি পিয়াস (exile pious) এর। যে ছিলো গ্রিক চিকিৎসা দেবতা। বর্তমান চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, কারও শরীরে যদি নারী ও পুরুষের যৌনাঙ্গ একই সঙ্গে থাকে, তাকে হার্মোফ্রোডাইট বলা হয়, গ্রীক দেবতা হারমেস আর দেবী আফ্রোডাইটির নাম মিলিয়ে হার্মোফ্রোডাইট শব্দটি তৈরি করা হয়েছিল। চিকিৎসাবিজ্ঞানে এরকম অনেক শব্দ আছে , যেসব শব্দের সঙ্গে সম্পর্ক রয়েছে গ্রীক পুরাণের।

এইসব দেব-দেবী তো শুধু কল্পকাহিনী। চলুন, বাস্তবতা থেকে একটু ঘুরে আসা যাক। চলুন আমাদের জ্ঞান আর তথ্যকোষ থেকে কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি।
এই পৃথিবীর প্রথম ইতিহাসবিদ কে?
>হেরোডোটাস
প্রথম গণিতজ্ঞ?
>থেলিস, পিথাগোরাস
প্রথম দার্শনিক?
>সক্রেটিস, প্লেটো, এরিস্টটল
প্রথম চিকিৎসক?
>হিপোক্রিট
সবকিছুর গোড়া ঐ গ্রিসেই। এছাড়াও গ্রিক পুরাণ আমাদের দিয়েছে কিছু শিক্ষণীয় গল্প, জ্ঞান আর চেতনা। মিথলজি সম্পর্কে হালকা আগ্রহ থাকায় গ্রিক দেব-দেবীদের সম্পর্কে জানার পরিসর হয়েছে। আরও কিছু আছে যা গ্রিকদেরই অবদান। যেমন, জুরির শুনানি, প্রথম থিয়েটার, অলিম্পিক গেইম, মেকানিক্যাল অডোমিটার, স্থাপত্যশিল্প এবং আরও অনেক কিছু।