কল্পবিজ্ঞান ভালোবাসে না, এমন বিজ্ঞান প্রেমি খুঁজে পাওয়া ভার। কল্পবিজ্ঞানে যারা খ্যাতি অর্জন করেছেন তাদের মধ্যে জুলস ভার্নের নাম বাদ দিলে বলতে হবে কল্পবিজ্ঞানই অচল। তাই আজ সব বিজ্ঞান আর কল্পবিজ্ঞান প্রেমিদের জন্য নিয়ে এলাম জুলস ভার্নের একটি কালেকশন। আশা করি সবার ভালো লাগবে।